
প্রেমের প্রস্তাবে রাজী না হওয়ায় তারমিন আক্তার নামে ১৪ বছরের এক কিশোরীকে কুপিয়ে আহত করেছেন সাগর নামে এক বখাটে। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যার আগে এম বালিয়াতলী ইউনিয়নের নলী মাইঠা গ্রামে।
অভিযুক্ত সাগর একই এলাকার আবদুল লতিফ মাস্টারের ছেলে। একই এলাকার আলমগীর খানের ছেলে সোহেল ও জাহাঙ্গীর খানের ছেলে রাকিব এসময় সাগরের সাথে ছিলো। আহত তারমিন নলী মাইঠা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী। আহতাবস্থায় তাকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তারমিন জানিয়েছেন, গত এক বছর ধরে সাগর তাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছে। গতকাল বিকেলে সাগর তার বন্ধু সোহেল ও রাকিবকে নিয়ে তারমিনের বাড়ি যায়। সেখানে গিয়েই তারা তারমিনের ছবি তোলে। সাগরের প্রেমের প্রস্তাবে রাজী না হলে অশ্লীল ছবি বানিয়ে ইন্টারনেটে ছড়ানোর হুমকী দেয়া হয়। এসময় ঘর থেকে বটি এনে তারমিন বখাটেদের তাড়ানোর চেষ্টা করে। তখন সাগর তার হাত থেকে বটি ছিনিয়ে নিয়ে তারমিনের মাথায় কোপ দিয়ে পালিয়ে যায়।
তারমিনের মা রুনু বেগম ও চাচা মনির হোসেন জানিয়েছেন, এ ব্যাপারে তারা আদালতে মামলা করেছেন।
বরগুনা থানার ওসি এসএম মাসুদুজ্জামান জানিয়েছেন, আদালতের নির্দেশনা পেলে তারা ব্যবস্থা গ্রহন করবেন।
খবরটি গুরুত্বপূর্ণ মনে হলে পেজে লাইক দিয়ে সাথে থাকুন